৬নং শিরন্টি ইউনিয়ন পরিষদ। এটি নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
# সীমানাঃ পূর্বে-সাপাহার ইউপি, পশ্চিমে-আইহাই ইউপি, উত্তরে-ভারতের তপন থানা, দক্ষিনে-গোয়ালা ইউপি # দায়িত্বরত চেয়ারম্যানঃ মোঃ আব্দুল বাকী # নব গঠিত পরিষদের বিবরণ- ১) শপথ গ্রহণের তারিখ- ১৬/০৮/২০১১ ২) প্রথম সভার তারিখ- ১৭/০৮/২০১১ ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ- ১৬/০৮/২০১৬ #ইউনিয়ন পরিষদ জনবল- ১) নির্বাচিত পরিষদ সদস্য- ১২ জন ২) ইউনিয়ন পরিষদ সচিব- ০১জন ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৯ জন # ইউনিয়নের মোট জনসংখ্যাঃ ২৭,৯১০ জন (২০১১ সালের আদম সুমারী অনুযায়ী) # মোট আয়তনঃ ২১ বর্গ কিলোমিটার # গ্রামের সংখ্যাঃ- ৫৪ টি # মৌজাঃ- ২৪ টি # মোট পাকা রাস্তাঃ- ২০.০০ কিঃ মিঃ, # এইচবিবিঃ ১.০০ কিঃ মিঃ # কাঁচা রাস্তাঃ- ২৬ কিঃ মিঃ # জমির পরিমানঃ এক ফসলীঃ- ১২৯৭ হেক্টর, দো-ফসলীঃ- ২১০৬ হেক্টর, তিন ফসলীঃ-৩৬৪ হেক্টর, পতিতঃ- ২৮৩ হেক্টর # দর্শনীয় স্থানঃ জবই বিল # হাট-বাজারঃ- ১টি # মাদ্রাসাঃ- ৮টি। ফাজিল মাদ্রাসা ২টি, আলিম মাদ্রাসা ৩টি, দাখিল মাদ্রাসা ৩টি (৩টির মধ্যে ১টি মহিলা মাদ্রাসা) # মাধ্যমিক বিদ্যালয়ঃ ৮টি # প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫ টি # মসজিদঃ ৯৮টি # মন্দিরঃ ৮টি # কলেজঃ ১টি # গীর্জাঃ ৩টি # উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- বাস/সিএনজি/অটোরিক্সা/ভুটভুটি/ভ্যান |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS